Online Survey- জরিপ করে আয় করুন

Online Survey- জরিপ করে আয় করুন


প্রথমে আমরা একটু দেখি অনলাইন সার্ভে কি?
অনাইল সার্ভে  অনলাইন আয় এর একটি অন্যতম পদ্ধতি। প্রতিযোগিতার এই যোগে মানুষকে প্রতিনিয়ত প্রতিযোগিতা বা লড়াই করে এগিয়ে যেতে হয়। তাই বিভিন্ন কোম্পানিকে  তাদের ব্যবসা প্রসারের লক্ষে তাদের পণ্য সম্পর্কে সাধারন মানুষের মতামত গ্রহন করে সে অনুযায়ী ব্যবসায়িক পলিসি নিরধারন করতে হয়। সাধারন মানুষের মতামত গ্রহনের জন্য কোম্পানি গুলোকে বিভিন্ন ধরনের জরিপ বা সার্ভে পরিচালনা করতে হয়। তাদের পন্যের অবস্থা, প্রতিদ্বন্দ্বী অন্য কোন পণ্য বাজারে কেমন বেবসা করছে, সেই পণ্যগুলো বাজারে কেন এত জনপ্রিয়তা পাচ্ছে, সেই পণ্য গুলোর দিকে মানুষ কেন ঝুকছে বা কি দেখে পছন্দ করছে আর তারা কিসের মাধ্যমে অই সব পণ্য গুলোর কথা জানল সেই তথ্য সংগ্রহ করে কোম্পানিগুলো নিজেদের পরিকল্পনা ঠিক করে। এই কাজটি অনলাইন এ করা খুব একটা কথিন কাজ নয়। কিছু কিছু PTC সাইট তারা নিজেরা প্রশ্ন তৈরি করে সে প্রশ্ন গুলোর উত্তর সংগ্রহ করে জরিফ পরিচালনা করে। আবার কিছু সাইট নিজেরাই সরাসরি জরিফ পরিচালনা করে। আর এই জরিপে যারা তাদের সুচিন্তিত মতামত প্রদান করে জরিপ কোম্পানিগুলো তাদেরকে মূল্যায়ন করে একটি নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করে থাকে। এতাই হল অনলাইন সার্ভে।  আমি এখানে বিস্তারিত আলচনা করছি সাথেই থাকুন----


আমার ব্লগ ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

0 Comments: