আমার সম্পর্কে বলার কিছু নাই

আমি অতি সাধারন একজন মানুষ। আমার জীবনে সফলতা বলে কিছু হয়নি , তবুও হাল ছেড়ে দেয়নি এখনও। হাস্যকর ব্যাপার যে আমি যখন কাউকে কোন ব্যাপার এ শিখিয়েছি কিছুদিন পর সে মিষ্টি নিয়ে এসে বলে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমি একটা ভাল চাকরি পেয়েছি। আমি এখন এত টাকা বেতন পাচ্ছি আমার পরিবার এখন ভাল আছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। ব্যাস হয়ে গেল !!!
আর আমি ? আমিই রয়ে গেলাম। ৪০ বছর পার হয়ে গেল অথচ হাতিরপুল যাওয়ার সৌভাগ্য হলনা, যাব যাব করেও গত ১৫ বছরেও জাতীয় স্মৃতি সৌধে যেতে না পারা হতভাগা এই আমি।
অনলাইন জগতের কথা বলবেন তো ? হাহাহা সে অনেক কথা, বলতে গেলে তিনদিন সময় লাগবে। অনলাইন জব অনলাইন জব করতে করতে প্রায় বয়স শেষ করে দিলাম অথচ এক মাসে সর্বোচ্চ ২০০ ডলার এর বেশী আরনিং করতেই পারলাম না , অথচ আমি যাদেরকে শিখিয়েছি তারাই আমাকে ফোন করে বলে স্যার এ মাসে ৮০০ ডলার এর কাজ পেয়েছি, দেখুন আমি কোথায় কোন স্টেশনের কোন রেইল গাড়ির একটা জরাজীর্ণ বগীতে পরে আছি আজ, কাল হয়ত স্টেশনের কোন প্রহরী এসে বলবে বেটা পাগল এখনও এখানে বসে আছিস? যা দূর হও এখান থেকে—
কি বুঝলেন ? হাহাহাহা— হাসছেন তো ? তাও ভাল আমার কথা শুনে অন্ত তো আপনি হেসেছেন? যা হউক তাতেও আমি সন্তুষ্ট । সবাই ভাল থাকবেন, সবার জীবন সুন্দর অ সুখময় হউক।

ইতি,
আমি শিরোনামহীন
————- প্রবীন রেমা।

0 Comments: